ধ্রুবসত্য
ধ্রুবসত্য
বার্ধক্যের দোড়গোড়ায় আজ
আমি আছি দাঁড়িয়ে!
জীবনের সমস্ত সুন্দর দিন এক এক
করে এসেছি পেরিয়ে।
এখন সেইসব স্মৃতি আগলে রেখে
বুকের মাঝে,
ফিরে ফিরে যায় অতীতের পাতায়
সকাল থেকে সাঁঝে।
কখনও মন সমুদ্র খুশির জোয়ারে ভাসে,
আবার কখনও দুঃখ কষ্টের স্মৃতি
কান্না হয়ে দুচোখ বেয়ে নেমে আসে।
সুখ, দুঃখ, হাসি, কান্না এই নিয়েই তো
এগিয়ে চলে জীবনের প্রতিটা ধাপ,
তবুও কোথাও যেন রয়ে যায়
কিছু অপূর্নতার ছাপ।
চোখের পাতায় সাজিয়ে রাখা সব
স্বপ্ন হয় না কখনও পূরন!
কিছু রয়ে যায় বাকি,
এরই মাঝে মৃত্যুর সাথে করতে
হয় আলিঙ্গন সময় কে... যে...
দেওয়া যায়না ফাঁকি!
জন্ম যখন হয়েছে মৃত্যু যে অনিবার্য,
এটাই হচ্ছে জীবনের চলার পথে
সবচেয়ে বড় সত্য।
