দেখা তোমার সাথে
দেখা তোমার সাথে
এক ভরা বর্ষায়, তোমার সাথে প্রথম দেখা,
তখন তুমি অন্য কারো,
এক ব্যাস স্ট্যান্ডের সেডের তলায় অপেক্ষায়,
আমি বাসের, তুমি অন্য কারো।
হয়তো তুমি আমাকে দেখেও দেখো নি ,
কারণ আমি অচেনা,
চেনা কারো ফোন বারবার করে হয়ত
তার উত্তর মেলেনি।
আমি দেখি আবার তোমায় তখন হেমন্ত
তখনও তুমি অন্য কারো,
এক পার্কের বেঞ্চে, তোমার কাঁধে তার মাথা,
তোমার হাত কি যেন খুঁজে চলেছে,
তার সারা শরীরে।
এবার তোমায় দেখি হাড় কাঁপানো শীতে,
তখন তুমি আর কারো নও,
একা একা বাগবাজারের গঙ্গার ধারে,
মুখে বিষন্নতা, উদাস চোখ
যেনো কিছু হারিয়েছ।
বসন্তে আমাদের শেষ দেখা,
আমি তখন অন্য কারো
কারো হাতে হাত রেখে
তোমার মত ক্ষণিকের ভালোবাসায়
ভেসে যাচ্ছিলাম অনেক দূর।