দাম্পত্য
দাম্পত্য


কিছু ভুলে যাওয়া, কিছু সাবধানী ভুল,
কখনো যুদ্ধ যুদ্ধ খেলা, কখনো বেবাক গুল।
পরিপাটি স্বপ্নে বোনা অগোছালো সংসার,
রান্নাবাটি, কান্না-হাসি জীবন ধুন্ধুমার।
অনেক গল্প লেখা হয় রোজ , কিন্তু হিসেবে গরমিল,
কখনো জ্যোৎস্না বড়ো প্রিয়, কখনো জীবন কার্গিল।
পাশবালিশে মুখ লুকোনো কপট অভিমান,
দাম্পত্যের অর্থ খুঁজতে ব্যর্থ অভিধান।