চোখের ঘুম
চোখের ঘুম
বর্ষা এলো বরষা এলো
কারো চোখে ঘুম জড়িয়ে এলো
কারো বা ঘুম উবেই গেলো।
বর্ষারানী খামখেয়ালী
কোথাও প্লাবন ডাকিস
কোথাও ভুলিস দৃষ্টি ফেলতে
এমনই তুই আত্মভুলি।
কাউকে নিয়ে যাস ভাসিয়ে
কাউকে মারিস খরায় পুড়িয়ে।
খামখেয়ালী ছন্নছাড়ি
দৃষ্টি ফেলিস সমান তালে
রাখবে সবাই মনে ধরে
লাগবি তুই মিষ্টি ভারী।
