STORYMIRROR

Nityananda Banerjee

Romance Fantasy

2  

Nityananda Banerjee

Romance Fantasy

চেঁচামেচি

চেঁচামেচি

1 min
14


বারবার চিলচিৎকার জুড়ছে কাকেরা,

আকাশে মেঘের ডাকে বন্ধ নাকেরা ।

শনশন ঝড়ো হাওয়ায় দুলছে গাছেরা,

ঝমঝম বারিধারায় নাচছে মাছেরা।

পথঘাট জলে কাদায় পিছলে পড়ে যেই,

আমি যে আমার ভেতর আর আস্ত নেই।

নদী জল কলকল বইছে অবিরল,

মাঝিরা নৌকা ভিড়ায় বলে ঘরকে চল।

মেঘ ভাঙা বৃষ্টি সাথে কড়কড়কড় বাজ,

তালগাছের মাথায় পড়ে নেইকো কোন লাজ।

থইথই জলে ভেসে যায় যে খড়কুটৌ,

চিৎকার চেঁচামেচি জুড়ছে গাইদু'টো ।

গোয়ালে জল ঢুকেছে সঙ্গে কিছু সাপ,

দশা দেখে আর কি বসা যায় ! বাপরে বাপ!

চিৎকার করি ঘরে যাসনে গো তোরা,

জান প্রাণ হাতে নিয়ে আমরা আধমরা ।




Rate this content
Log in

Similar bengali poem from Romance