সেদিন দেখা হয়েছিল
সেদিন দেখা হয়েছিল
ঘুরতে গিয়ে একবার
দেখেছিলাম ফুলবাগানে মানুষ হাজার হাজার,
পাশে ছিলো সবার
একটি করে নিজস্ব ফুল যা সবার দরকার।
ছিলাম সেদিন একা
পায়নি কারো দেখা ফুল দেখেছি ঘ্রাণ শুকেছি
মন হয়েছে শান্ত,
চায়নি আমি কিছুই
অশান্তিতে পুড়তে কখনো সাময়িক ভালো থাকা
তারপর হবো ভ্রান্ত।
অনেকেই ছিলো একা
দর্শন ছিলো কারবার,
লাগেনি তাই ফাঁকা
দৃশ্য'ই ছিলো দরকার!
ঈর্ষা বোধ'ও জাগেনি
অন্য কাউকে দেখে,
এসব কিছু ক্ষনিকের
বুঝেছি থেকে থেকে।
হঠাৎ সেদিন দেখি
এক দৃষ্টি আমাকে করছে তাড়া সেখানে,
চোখে চোখ রাখি
অলক্ষে না দেখে দাঁড়িয়ে ছিলাম যেখানে।
ফিরে আসি আর না ভেবে
বলা যায়না কিভাবে,
কখন কে যে মিশে যায়
আক্রান্ত এক অনুভবে!
কেটেছে অনেক দিন
এসেছে অনেক রাত,
স্বপ্নে ভাসে এলোমেলো
একটি অচেনা হাত।
ডেকে যায় বারেবার
মুখ দেখায়না তার!
ভেবে পায়না কিছুই
এরকি আছে দরকার!
একদিন ঘুমের দেশে
ঘুরছিলাম হেঁসে হেঁসে আর কেউ ছিলো পাশে,
আচানক কোন বেশে
পেছনে কেউ এলো ঘুরে দাঁড়াতে দিলো কেশে।
দেখলাম তখন আমি বুঝলাম কে সে
বিগত স্বপ্নে যে হাত বাড়িয়েছিলো,
ফুল বাগানের সেই চোখ যার দৃষ্টির প্রভাবে
হঠাৎ'ই "সেদিন দেখা হয়েছিল"।
ইচ্ছা

