STORYMIRROR

SAMIR HALDER

Romance

4  

SAMIR HALDER

Romance

ফিরে এসো আমার কাছে

ফিরে এসো আমার কাছে

1 min
238

পার্থিব চাওয়া পাওয়ার বৃত্ত সম্পূর্ণ হলে 

কোন একদিন ফিরে এসো আমার কাছে।

সেদিন দিগন্ত বিস্তৃত গোধূলির ম্লান আলোয় 

রাঙিয়ে দেব তোমাকে। 

উধাসীন কোন প্রেমিকের মত

তোমার বুকে জাগিয়ে তুলবো 

উচ্ছল জলতরঙ্গের ঢেউ। 

ময়ূরপঙ্খী জোৎস্নার মায়াবী আলোয়

ভিজিয়ে দেব তোমাকে।

মায়া-মহলের বিষাদ সুরে বেজে উঠবে 

অলৌকিক কোন একতারার সুর। 

তখন না হয় আমার মননশীল মনের মধ্যে লুকিয়ে থাকা 

এলোমেলো ভাবনার দিনলিপি মুছে 

অনাদিকালের নুপুরের ঢেউয়ের ক্যানভাসে 

তুমি এঁকে নিও

তোমার নিজস্ব এক টুকরো পৃথিবী 

ঠিক নিজের মত করে। 

পার্থিব চাওয়া পাওয়ার বৃত্ত সম্পূর্ণ হলে 

কোন একদিন ফিরে এসো,

ফিরে এসো আমার কাছে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance