STORYMIRROR

SAMIR HALDER

Romance Tragedy Others

3  

SAMIR HALDER

Romance Tragedy Others

বেঁচে থাক গল্প, বেঁচে থাক কবিতা

বেঁচে থাক গল্প, বেঁচে থাক কবিতা

1 min
176


গল্পেরা কখনো কখনো কবিতা হয়ে ওঠে;

কখনো কখনো কবিতারা গল্প।

প্রতিশ্রুতির মেঘলা যে বিকেল গুলো

আগামীর গল্প শুনিয়েছিল,

সময়ের স্রোতে ভেসে তারা আজ

খাতায় বন্দি কবিতার ধূসর পাণ্ডুলিপি।

আর শ্রাবণী সন্ধ্যার মায়াবী আবেগ, কিশোরী

বেলার উস্কে দেওয়া কিছু দুষ্টুমি

অথবা প্রথম ভোরের সাহসী চুম্বন

যেগুলো দিগন্ত ছুঁয়ে যাওয়া

গোধূলির কবিতা হয়ে উঠেছিল

তারাও আজ সময়ের কাছে মাথা নত করেছে

নতুন কোন গল্পের প্রেক্ষাপটে...।

অন্তর্জালের স্বচ্ছ ক্যানভাসে আঁকা

এ এক অদ্ভুত আশ্চর্য সমাপতন।

বাস্তব আর নান্দনিকতার মিশেলে তৈরি

এক পরাবাস্তব ....

যুগে যুগে প্রবাহিত আগামী জীবনধারায়,

বহমান নদীর মত।

হয়তো এভাবেই জন্ম নেবে আগামীর রূপকথারা,

কবিতার ছন্দে লুকিয়ে থাকা

সবুজ ঘাসের ছক ভাঙা গল্পগুলো...।

বেঁচে থাকবে দীগন্ত ছুঁয়ে থাকা গোধূলির কবিতা গুলো...।

বেঁচে থাকবে বাঁ হাতের তর্জনী ছুঁয়ে থাকা উষ্ণতা গুলো...।

স্বপ্নের ফেরিওয়ালা হয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance