STORYMIRROR

Nurul Islam

Romance

4  

Nurul Islam

Romance

ভালোবাসা

ভালোবাসা

1 min
225

আমি তোমার প্রেমে পুরনো সীমা, প্রতিক্ষার মেঘলা সংগ্রামী সীমা।


তোমার আঁচলে সৃষ্টি সার মন্দির, হৃদয়ের মধু মধুর প্রতিশ্রুতির।


তোমার চোখে ছড়িয়ে বারিয়েছি রঙ, সৌরভের কাননে ছড়িয়েছি তব স্পর্শ।


তোমার প্রেমের ঝর্ণায় ভাসিয়েছি শর্ত, আমার অন্তরে তুমি যত দিয়েছ পর্ত।


সবুজ ঘাসের পাতা দিয়ে হাসি, তোমার স্মৃতি আছে বন্ধন আমার হাঁসি।


তুমি আছো আমার স্নেহের পথে, সাথে থাকো সব সময়, তব হবে সফল এই জীবনে।


ভালোবাসা এমন একটি নির্জন জগত, যেখানে সবচেয়ে মূল্যবান অমূল্য।


তোমার জন্য আমি লিখেছি এই কবিতা, আমার প্রেমের শ্রেষ্ঠ অভিনন্দন জ্বলিয়া।


Rate this content
Log in

Similar bengali poem from Romance