চেনা-অচেনা
চেনা-অচেনা


গোধূলির রক্তিম আলোটা ম্লান হয়ে আসে সবুজ পাতার গায়ে,
মতবাদের পুরোনো মলাটের সাথে ক্রমশ পথ বদলায় সময়;
যে কোনও রাস্তা একসময় বাঁক নেয় আলো-আঁধারিতে -
শেষ বিকেলে চেনা পথে ফিরতে চায় পাখি, সুতো কাটা ঘুড়ি,
হাওয়ার দোলাচলে অচেনা পথ হাতছানি দেয় বারেবারে,
অপ্রত্যাশিত কত অচেনা সুখ কড়া নাড়ে হৃদয়ের দরবারে!
কত চেনা মুখ দিনশেষে পিছু হাঁটে মুখোশের আড়ালে!
পিচ্ছিল ক্লেদাক্ত অস্তিত্ব গ্রাস করে দু'চোখের রঙিন স্বপ্ন,
দুই স্টেশনের মাঝেই পাশের সহযাত্রী অচেনার রূপ নেয়;
কুয়াশা রাতের মতোই ধোঁয়াশা ঘিরে চলতে থাকে প্রহসন,
ক্রমাগত অন্তহীন পথ চলার মাঝে বারেক থমকে দাঁড়াই -
ফিরে আসি, দিক নির্দেশ সুস্পষ্ট হলেও এটা গন্তব্য নয়;
ক্ষণিকের অতিথি আমরা, চেনা-অচেনার অবিরাম অন্তর্দ্বন্দ্ব,
আসলে অচেনা সবাই, মুহূর্তের পরিচয়ে পরিচিতের অভিনয়,
কেউ চেনা হয় জন্মগত সম্পর্কে, কেউ বা অচেনা পথের বাঁকে।