STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

চৈত্রের বাতাসে 🌿

চৈত্রের বাতাসে 🌿

1 min
364

#অণু কবিতা 

সকাল-রাতের অন্ধকারে জোনাকীর আলো,

চৈত্রের বাতাসে ভেসে আসা প্রেম,।             

যেন স্ববিরোধী ভাবনা মাত্র।                 

উড়ে যায় জ্বলন্ত বৈশাখের দিনে।            

পুড়ে ছাই হয়ে যাওয়া সিগারেট, ঠিক

কেমন একটা ছন্দহীন অনুভূতির দাবি।

আসলে প্রেমের সাতরঙা রঙে রঙিন মনকে

কখনো লুকিয়ে রাখা যায় না।                 

সে আসে প্রকাশ্যে, এলোমেলো পায়ে।         

রেখে যায় তার রং গালে-মনে-হৃদয়ে,          

ভুলে যায় সে স্থান-কাল-পাত্র !

আসলে প্রেমে পড়া মানে নেই কোনো

প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর চতুর্থের পালা ।

মানুষ যখন প্রেম করে বা পড়ে, ত

খন তাই হয়ে ওঠে প্রথম আর শেষ।

এক হলুদ বসন্তের প্রহর, সম্পর্কের উষ্ণতা,   

পলাশের রঙে রঙিন এক পৃথিবীর জন্ম হয় ।

জীবনের হাজারো ওঠা-পড়ায়               

তখন যায় না এসে কিছু,

লুকাতে হয় না তাকে আঁচলের তলায় !  

ভালোবাসা যদি সত্যি হয় তবে তা কখনও।   

হাজারো মানুষের ভিড়ে যায় না হারিয়ে !

নিজের অস্তিত্বের সঙ্গে করে না লড়াই -       

আসলে ভালোবাসা পাওয়ার জন্য          

জীবন থেমে থাকে না,

প্রবাহিত হয় নদীর মতন। শুধু পড়ে থাকে।     

পুরানো কিছু স্মৃতি।                        

মনে হয় বলতে চাই, ভালোবাসি।

মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে ।             

বাকিটা পড়ে থাকুক

স্মৃতির অতলে। রোমান্টিক রোমন্থনে।          

কিছু ভুলে যেতে চাই না , নৈঃশব্দের কোলাহলে।   

শুধু শব্দ নিয়ে খেলতে চাই ।।

(কলমে-পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract