STORYMIRROR

Manik Goswami

Fantasy Others

3  

Manik Goswami

Fantasy Others

চায়ের সুধা

চায়ের সুধা

1 min
138


চায়েই নাকি শক্তি জোগায়,

কাজে বসে মন;

আলসেমিটা সরিয়ে রাখে ,

ক্লান্তি সমর্পন।

সকাল বেলার চায়ের আসর,

মনটা রাখে ভালো,

চা না পেলে মেজাজ কিন্তু

হয়ে যায় এলোমেলো।

বন্ধু মহলে আড্ডার সাথে

চায়ের আসর জমে,

সান্ধ্যকালীন মজলিশেও কি

চায়ের কদর কমে ?

চায়ের কাপে তুফান ওঠে,

আলোচনার ঝড়;

চায়ের সাথে বেড়ে চলে

ধুম্রপানেরই (ক)দর।


ছোট্ট বেলায় চায়ের কাপে

লোলুপ দৃষ্টি ছিল,

গুরুজনেরা শাসন করে

ইচ্ছে দমিয়ে দিলো।

যখন আমি জেদ ধরেছি,

চা তো আমার চাই;

মা বললেন, ছোট্ট ছেলে ,

করে না প্রত্যাশায়।

পড়াশোনার সময় এখন,

চায়ের নেশা কেন ?

মাধ্যমিক টা পাশ করলে

নিশ্চয়ই পাবে জেনো।

অবশেষে প্রথম যেদিন

চায়ের কাপে চুমুক,

তৃপ্ত হলো অন্তরাত্মা,

পেলাম পৰ্য্যাপ্ত সুখ।

এতদিন ধরে বঞ্চিত ছিলাম

চায়ের সুধারসে,

অবর্ণনীয় অভিজ্ঞতা

প্রথম চুমুক শেষে।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy