"রিতু নামের একটি ছবি"
"রিতু নামের একটি ছবি"
তোমার নামে রোদ এসে ভিড় করে,
রিতু, তুমি সকালের প্রথম আলোর মতো,
হঠাৎ দেখা, হঠাৎ চোখে জল,
হঠাৎ হাসি—অকারণে ভালো লাগা!
তোমার চুলে বাঁধা বাতাসের গল্প,
আমার দিনের গল্প শেষ পাতায় লেখা,
তুমি যদি না থাকো, রিতু,
এই পৃথিবীটা শুধু কাগজের পাতা!
তোমার হাসি ভাঙ্গা রাস্তায় আলো জ্বেলে দেয়,
তুমি আমার অসমাপ্ত কবিতার শেষ লাইন,
রিতু, তুমি যদি না বলো "হ্যাঁ",
আমার সব কথাই থেকে যাবে অর্ধেক কথা!
তুমি সেই নদী, যার স্রোতে ভেসে যাই আমি রোজই,
তোমার নামে আমার সমস্ত অক্ষর গলে যায়,
রিতু, তুমি শুধু নাম নয়—
তুমি আমার সমস্ত কবিতার অদৃশ্য ছায়া!
তুমিই আমার মায়ায় জড়ানো ভালোবাসা-

