রুদ্র প্রদীপ একজন মনের গভীরতা থেকে লেখা টেনে আনা কবি। লেখালেখির শুরু তার কৈশোরেই, যখন শব্দ ছিল তার একমাত্র আশ্রয়। প্রেম, বিসর্জন, মান-অভিমান আর আত্মপ্রকাশ—এই বিষয়গুলো তার কবিতায় বেশি ফুটে ওঠে। তিনি বিশ্বাস করেন, প্রত্যেক নিঃশব্দ অনুভূতির ভাষা হলো কবিতা। বর্তমানে তিনি নিয়মিত বিভিন্ন সাহিত্য... Read more
রুদ্র প্রদীপ একজন মনের গভীরতা থেকে লেখা টেনে আনা কবি। লেখালেখির শুরু তার কৈশোরেই, যখন শব্দ ছিল তার একমাত্র আশ্রয়। প্রেম, বিসর্জন, মান-অভিমান আর আত্মপ্রকাশ—এই বিষয়গুলো তার কবিতায় বেশি ফুটে ওঠে। তিনি বিশ্বাস করেন, প্রত্যেক নিঃশব্দ অনুভূতির ভাষা হলো কবিতা। বর্তমানে তিনি নিয়মিত বিভিন্ন সাহিত্য প্ল্যাটফর্মে লেখালেখি করছেন এবং পাঠকের ভালোবাসাকেই তার সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন। Read less