শুভ নববর্ষ
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
(Shubho Noboborsho –
एक बांग्ला कविता)
নতুন রোদের গায়ে
সোনালী আশার রঙ,
আলোয় ভরে উঠুক
প্রতিটি হৃদয়সং।
শুভ নববর্ষ,
বাংলার প্রাণের ডাক,
হাসিমুখে বাজুক
আনন্দের বাঁশির সুরাক।
আকাশে উড়ছে
রঙিন আলপনা-স্বপ্ন,
ঘরে ঘরে উঠুক
ভালোবাসার জ্যোত্স্ন।
পান্তা ইলিশে জমুক
মায়ের হাতের স্বাদ,
চোখে চোখে ফুটুক
প্রেমের অনুপম সাধ।
পায়ে আলতা,
শাড়ি লালে, কপালে টিপ,
মেয়েদের হাসিতে
বাজুক খুশির বীণার ছিপ।
ছেলেদের পাঞ্জাবি, চুড়িদার–
সাজো সাজো,
এই দিনটাকে করে
তোলো হৃদয়ে রাজো।
খোলা জানালার
ধারে বসে কবিতার খাতা,
লিখি ভালোবাসা,
বন্ধুত্ব আর মায়ার বারতা।
শুভেচ্ছায় ভরে উঠুক
জীবনের পথ,
শুভ নববর্ষে কাটুক
সকল ব্যথার রথ।
নতুন শুরু, নতুন আলো,
নতুন এক গান,
বাংলার মাটিতে বেজে
উঠুক প্রাণের তান।
এসো সবাই মিলে
বলি প্রাণ খুলে হাসি,
"শুভ নববর্ষ",
বাংলার চিরন্তন বাসি।
स्वरचित, मौलिक, अप्रकाशित रचना लेखक :- कवि काव्यांश "यथार्थ"
विरमगांव, गुजरात।
