শুধু তোমারি ভালোবাসা।।
শুধু তোমারি ভালোবাসা।।
নিশীথের নরম হাওয়ায়
তোমার চোখের ছায়া ভেসে আসে—
যেন রাতজাগা চাঁদের আলো,
নীরব ভাষায় বলে -
শুধু তোমারি ভালোবাসা।
তোমার হাসির শব্দে
ফুটে ওঠে শিউলি ফুল,
বাতাসে মিশে যায়
প্রেমের নরম কুন্তল-ঘ্রাণ।
শুধু তোমারি ভালোবাসা
হৃদয়ের গহীনে বাজে
তোমার স্পর্শের সুর,
প্রতিটি স্পন্দনে জেগে ওঠে
অন্তহীন এক প্রেমপুর।
শুধু তোমারি ভালোবাসা
তুমি আছো, যেমন থাকে
ফুলে গন্ধ, আকাশে তারা—
অদৃশ্য হয়েও ছুঁয়ে যাও
ভালোবাসার প্রতিটা ধারা।
মনে হয় যে -
শুধু তোমারি ভালোবাসা ।।
स्वरचित, मौलिक, अप्रकाशित रचना लेखक :- कवि काव्यांश "यथार्थ"
विरमगांव, गुजरात।

