"তোমার কন্ঠে"
"তোমার কন্ঠে"
बंगाली कविता:
তোমার কন্ঠে বাজে
রবি ঠাকুরের গান,
মেঘলা দুপুরে
নামে তার স্নিগ্ধ টান।
তুমি হাসলে,
যেন বৃষ্টির শব্দ,
মন ছুঁয়ে যায়,
নীরব, নিবদ্ধ।
তোমার চোখে
জ্যোৎস্নার জল,
শীতের রাতেও
লাগে অনুপম ভাল।
তুমি আমার স্বপ্নের সুর,
প্রেমে রাঙা এক অপরূপ ভোর।
হাতে হাত রেখে যদি
বলো,
“থাকো পাশে,”—
চুপচাপ ভালো।
এই জীবন, এই মন,
সবই হোক তুমার,
যেন সুরে সুরে বাঁধা
থাকে আমাদের চারার।
स्वरचित, मौलिक, अप्रकाशित रचना लेखक :- कवि काव्यांश "यथार्थ"
विरमगांव, गुजरात।

