STORYMIRROR

Anish Datta

Fantasy Inspirational Others

4  

Anish Datta

Fantasy Inspirational Others

জেনে রেখো...

জেনে রেখো...

1 min
377

জেনে রেখো বসুন্ধরা..

আমার ভুল যদি সবার ভালো করে,

আমার ভুল - আমার ভাবনা হয়ে সবার মধ্যে ফিরে কিন্তু ঠিক আসবে।


জেনে রেখো তুমি,

আমার অন্তরালে চলে যাওয়া যদি সুযোগ বলে কেউ মনে করে,

"সেটা তাদের কল্পনাতীত" করার কাজ কিন্তু

তোমারই থাকবে।


জেনে রেখো,

আমি ভালবাসা বলতে সময় আর সুযোগ বলে মনে করেছিলাম,

কিন্তু সঠিক বলে কিছু ছিল বলে,

আমার দ্বারা আর হয়ে উঠল না।


জেনে রেখো বসুন্ধরা,

আশা করে আপনের আসনে বসানো প্রত্যেকজন,

সব সময়ে আপন হয় না।

আবার পরের রাস্তায় শুনতে পাওয়া আওয়াজও,

আপনের চেয়ে বেশি সুন্দর শোনায়।


জেনে রেখো,

আমি চেষ্টা করেছিলাম ভালো হতে,

কিন্তু কেউ চায়নি বলে,

নিস্তব্ধ লাল চাদরে এখন শুয়ে পড়েছি, পরে উঠব বলে।


জেনে রেখো তুমি,

আমি হেঁটে গেছি বলে,

অনেকে উপড়ি ভাব দেখালেও,

সবাই সবার মত কাজে ফিরে গেছে, 

আর ঘড়িও থামবে বলে,

এখনো সময় দেখিয়ে যাচ্ছে..


ঠিক যেমন সময় আমার দরকার ছিল বলে,

মানুষ দরকার ছিল বলে,

ভাবনা প্রসার দরকার ছিল বলে,

কেউ একটু দাঁড়িয়ে আমার খোঁজ নিত এই আশায়,

আর আলো নিভিয়ে আমাকে দেখবে বলে,

ঘড়ি আর সময় আমার জন্য আটকে যায়।



Rate this content
Log in

More bengali poem from Anish Datta

Similar bengali poem from Fantasy