ব্যর্থতা-৪
ব্যর্থতা-৪
আমরা নিজেই নিজে একাকীত্ব হয়ে যাচ্ছি
কি সুন্দর এই একাকীত্বের ধরন
নেই কোনো বাধ্যবাধকতা কিংবা প্রতিযোগী
একমাত্র নিজেরাই জানি একাকীত্বের পরিচয়।
নাক থেকে যেমন দুটি চোখের ব্যবধান সমান
ঠিক তেমনি দুটি মনের মিল যদি না থাকে
তবে সেখানে ব্যর্থতায় অধিক মানানসই
ভালোবাসার কাছে।
