বসন্তের দ্বারে
বসন্তের দ্বারে
ভালােবাসার কুঞ্জবনে ভালােবাসার আতর মেখে,
পড়ছে ঝরে হৃদয়ের আবেগরেণু!
প্রেমসৌরছে নয়নে,অধরে,রাশি রাশি সুখহাস,
আনন্দ বিহারে প্রণয়ের উপহারে, চুম্বনের সমাহার,
নবীন বসন্তের দ্বারে.নব নব সাজে,মাতিছে প্রকৃতি,
মিলনের সুরে,আলােকপল্লবেপূর্ণপ্রাণ চারিধার,
হৃদয়ের দোলায় উম্মিলিত হােক ভালােবাসার অযুত সুরভী।

