STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Classics Others

3  

NILAY CHATTERJEE

Abstract Classics Others

বসন্ত

বসন্ত

1 min
9


বসন্তের সকালে কালো মেঘ

                        আর ঝিরঝিরে বৃষ্টি

আকাশের নীল হয়েছে উধাও

                        এসেছে নতুন কৃষ্টি ।

শীতের শেষ থেকেই মেঘেদের

                         হয়েছে আনাগোনা

বসন্তের উত্তাপ গিয়েছে কমে

                        যেন নতুন জল্পনা ।

ঝরছে সব পুরানো পাতা

                          নতুনের সবুজনা

পৃথিবী সাজছে নতুন সাজে

                            নব নব আলপনা ।

জিনিয়া ভোলিয়ার বাগানে

                             নতুনের সমাগনা

রাধা আর কৃষ্ণচূড়ায়

                            আগাম হোলিপনা ।

 দিকে দিকে হয়েছে শুরু

                               নতুনের বাজনা

 পড়েছে ঢাকেও কাঠি

                                হবে শিব ভজনা ।

সবে মিলি জগতে বসন্তের নব সজনা

নতুনের আহ্বানে হবে বছর সমাপনা ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract