বসন্ত অনুরাগ
বসন্ত অনুরাগ


বসন্ত অনুরাগে শুভেচ্ছা বিনিময় সবুজপাতায়,
বিলুপ্ত জমানো স্বপ্নগুলো ছিল ইচ্ছেডানায়।
রাগে অনুরাগে পর্দানশীন লজ্জাবতী প্রচ্ছদ!
অবচেতন মনে সদা বিরাজমান অন্য দরদ।
প্রবেশপত্রের সম্মুখে প্রথা বিনিময়ের চাপ,
উষ্ণ শব্দেরা পেরিয়েছে অনতিক্রম্য ধাপ।
শিমুল পলাশেরা যাত্রাপথের আসল সাথী,
নীল দিগন্তমালায় তুমি তো সর্বশ্রেষ্ঠ রথী।
বসন্তের মাঝে লুকিয়ে আছে অরূপরতন,
স্বপনের ফাঁকে অঙ্কুরিত মিষ্টি সুশোভন।
দূরের পথকে নিকটে পাওয়ার ঐকান্তিকতা,
দর্পণের সম্মুখে ফিরে আসুক বসন্ত উজ্জ্বলতা।