STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

বসে আছি পারিনি আনতে

বসে আছি পারিনি আনতে

1 min
500

নিজের সমস্তটুকু মুছে

বসে আছি নিয়ে বুকের মধ্যে পুরোনো ঘরবাড়ি

বঁড়শি গাঁথা সব আলগোছে না-বলা কথার ভারি।


তোমার গানে

সকাল আসে   হৃদয় সব কথা জানে।

তোমার গানে

রাত্রি ফেরে দু’চোখ নিয়ে অভিমানে।

তোমার গানে

দুপুর কাঁদে  ঝলসে আমার বুকের আঁচল।

তোমার গানে

সন্ধ্যা ফুরোয়  ছড়িয়ে বর্ষার মেঘ বাদল।


তোমার গান গাইতে গিয়ে আজ ঠোঁট পুড়ে যায়

ছেড়ে আসা শেষ প্রাণটুকু একাই বয়ে নিয়ে যায়

আমার উতরোল দু’হাত পারিনি আনতে তোমায়

অন্তরের অন্তরে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics