STORYMIRROR

Paula Bhowmik

Drama Action Inspirational

3  

Paula Bhowmik

Drama Action Inspirational

বৃষ্টিতে রাস্তার আলো

বৃষ্টিতে রাস্তার আলো

1 min
325

যতোই আলো থাক, বৃষ্টি ভেজা দূরের অচেনা শহরে,

একা ভালো লাগেনা, বাড়ির কথা যে বড্ড মনে পড়ে।

তোমার বকুনি, আর ছাতে আমার বৃষ্টি তে ভেজা,

দুপুরে মুগ বা মুসুর ডালের খিচুড়ি ও বেগুন ভাজা।

যখন তোমার কাছে থাকি তখন কোনও কষ্ট বুঝিনা,

দূরে চলে গেলে আর শ্রাবণ এলে, থাকতে পারিনা।

চোখের জলটাও ধুয়ে যায় ঐ বৃষ্টির সাথে সাথে,

খুশি তো হতে পারিনা তাকিয়ে নিজের পাতে।

খাবারে পাইনা তোমার ফোঁড়নের গন্ধ,

খুঁজি তোমার হাতের রান্না সে সব ভালো মন্দ।

ওমা তুমি আমার হাতটা ধরে রেখো শক্ত করে,

বৃষ্টি হলেই যে আমার, অনেক কথাই মনে পড়ে।

একা ছাতা নিয়ে ল্যাম্পপোষ্টের আলোতে,

চলতে ভয় পাই আমি যে কোনো বৃষ্টির রাতে।

অচেনা শহরের জমকালো রাত ও বৃষ্টির ফোঁটা,

মনে আমার জাগায় কেমন যেন ভয়ের বারতা।

জানি তোমার আশীষ আছে মাথার ওপরে,

তবু তুমি সাথে না থাকলে, আমার যে ভয় করে।

আর বায়না করবোনা "চলোনা হাঁটি" বলে,

নাহয় বাড়িতে ফিরবো আমরা টোটোতে করে।

সময়ের সাথে সাথে বুঝেছি তো ধীরে ধীরে, 

বৃষ্টিতে ভিজলে যে, ঠান্ডা লেগে অসুখ হতে পারে । 

খুব ইচ্ছে হলে না হয় একটু পা ভেজাবো, 

দেখো তুমি, মাথাটা ঠিক ছাতার তলাতেই রাখবো।

বৃষ্টিতে ধুয়ে নেবো যতো অবসাদ ও মন-খারাপ, 

চোখ বন্ধ করে নেবো যদি হয় কোনো অনুতাপ। 

ভেজা রাস্তায় চলতে গিয়ে দেখি, আজ প্রায় হাঁটুজল,  

ভাসছে দোকানপাট যেন করছে টলোমল । 

ভিজেও নেভেনি দেখো রাস্তার আলো গুলো, 

শুধু মনটাকে আমার, ওরা যে করে দেয় এলোমেলো। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama