বৃষ্টির দেখা নাই
বৃষ্টির দেখা নাই
শরীরে যতো জল ছিল,
সব শুকিয়ে গেল,
আধুনিক ভাষায় হল,
ডিহাইড্রেশন,
চাষীর ভাষায় হল তাই,
খরা।
প্রচুর জল খেতে হবে,
ওয়ারেশ আধুনিক ভাষায়,
আবার সুস্থ হতে হলে।
কিন্তু,পাবে কোথায়?
বৃষ্টির দেখা নাই।
