STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract

4  

Sunanda Chakraborty

Abstract

বৃষ্টি

বৃষ্টি

1 min
360


*মনখারাপের বৃষ্টি* 


বৃষ্টি মানে কারো কাছে আবেগ ,

কারো কাছে প্রেমের সূচনা ।

কারো কাছে আবার চাষের আনন্দ ।

তো কারো কাছে অতীতের স্মৃতিচারণের সন্ধিক্ষণ ।

আমি বৃষ্টি বিরোধী , ব্যক্তিগত অজুহাতে ।

আমি বৃষ্টি বিরোধী , নিজের প্রতি অবকাশে ।

আমি বৃষ্টি বিরোধী, কিছু মানুষ ভিজবে বলে ।

আমি বৃষ্টি বিরোধী, দিন আনা দিন খাওয়ার ঘর চলবেনা বলে ।

আমি বৃষ্টি বিরোধী, আমায় স্থানের দূরত্ব বয়ে নিয়ে যেতে হয় বলে ।

আমি বৃষ্টি বিরোধী, বৃষ্টি শুধু আমায় মন খারাপ দেয় বলে ।

                *@ভোরাই*


Rate this content
Log in

Similar bengali poem from Abstract