বৃষ্টি এসেছিল- (নূর-এ-তাহির আরাবি)
বৃষ্টি এসেছিল- (নূর-এ-তাহির আরাবি)


বৃষ্টি এসেছিল
নূর-এ-তাহির আরাবি
এসেছিল এসেছিল বৃষ্টিতো এসেছিল,
জলের প্রবল ধারায় স্মৃতিটুকু ভিজেছিল।
ময়ুরের পেখম মেলা স্বপ্নগুলো কেঁদেছিল,
বৃষ্টি এসেছিল।
মেঘেমেঘে গুড়গুড় দ্রিমদ্রাম বেজেছিল,
মাঝে মাঝে দু’একটি বিজলিও ডেকেছিল।
জীবনের পালা দেখে মন পাখি হেসেছিল।
বৃষ্টি এসেছিল।
বেহালায় ভৈরবী রাগিনীরা কেঁদেছিল,
হতাশার চাপা শ্বাস বাতাসেতে মিশেছিল।
ভালবাসা মন হতে চোখ বেয়ে নেমেছিল,
বৃষ্টি এসেছিল।
বুকের ঝিলের জলে বারিধারা ঝড়ছিল,
শেওলারা ব্যাথা পেয়ে মাঝে মাঝে সরছিল।
আয়নায় প্রিয় মুখ ম্রিয়মান ভেসেছিল,
বৃষ্টি এসেছিল।
যে চাতক জাল নয়, দুঃখকে চেয়েছিল,
তার সে অনন্ত তৃষা অনেকটা মিটেছিল।
পদ্যের পাতাগুলো ছন্দেতে ভরেছিল,
বৃষ্টি এসেছিল।