STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

বড়দিন

বড়দিন

1 min
353

বড়দিন হয় না বড় - সময়ের নিরিখে,

বড়দিন বড় নয়,শুধুই উৎসব-হিড়িকে।

মানুষের বেশে আজ ধরায় এসেছেন ঈশ্বর,

সকলের বড় তিনি, তার পায়ে তাই নতজানু বিশ্ব!

এই দিনটা যে বড় শুধুই তাঁর মহিমার পরশে,

যত আছে ক্ষুদ্রতা আমাদের , হোক আজ বড় সে!

ছোট মন বড় হোক, হোক না মন সব মুক্ত

অহেতুক হিংসুটেপনা আজ মানুষ ছাড়ুক তো।

দেখবে না দোষ কারো, ধরবেও না খুঁত সে,

বহুদিন ধরে ছোট আছে, বড় হোক দ্রুত সে!

সকলের জ্ঞানের পরিধি যেন বড় হয় নিত‍্য,

বড় হোক সকলের চিন্তা ও ভাবনার বৃত্ত।


সবার হৃদয়ের বড় মাপ আজ বড় কাম‍্য,

সমাজটায় বড় হোক সম্প্রীতি, শান্তি ও সাম‍্য।

বড় হোক সকলের যুক্তির তরবারি-ফলাটি,

সব অন‍্যায়ের বিরুদ্ধে বড় হোক প্রতিবাদী গলাটি।

যেকোনো শোষণ ও অপরাধে গ্রামে আর শহরে

প্রতিবাদের মিছিল ও জমায়েত বড় হোক বহরে।

জনতায় বড় হোক প্রতিরোধ শোষণ ও দখলের-

বড়দিন আজ ভাই বড় হোক আমাদের সকলের!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract