বৃদ্ধাশ্রম
বৃদ্ধাশ্রম
কষ্ট বুকে করে একাকী চলেছি আমি পথে
সাথী ছিল পাশে যারা আজ তারা নেই সাথে,
পরিবার সামলেছি দুইহাতে আপন খেয়ালে
ভাগ্যের পরিহাসে একা আমি বদ্ধ যে জালে।
তবু দিয়েছে সাড়া বৃদ্ধাশ্রম যার নাম
মনে মনে তাকেই তো জানিয়েছি প্রণাম।
কষ্ট বুকে করে একাকী চলেছি আমি পথে
সাথী ছিল পাশে যারা আজ তারা নেই সাথে,
পরিবার সামলেছি দুইহাতে আপন খেয়ালে
ভাগ্যের পরিহাসে একা আমি বদ্ধ যে জালে।
তবু দিয়েছে সাড়া বৃদ্ধাশ্রম যার নাম
মনে মনে তাকেই তো জানিয়েছি প্রণাম।