বোকা মেয়ে মানুষ
বোকা মেয়ে মানুষ
বোকা মেয়ে মানুষ!
একটা টিপের পাতা পেলেই
সারাদিন না খেয়ে সেজেগুজে বসে থাকে।
"ভালোবাসি" বললেই
সংসার পাতিয়ে নেয় মন মনে 111 হাত এগিয়ে দিলেই অন্ধ হয়ে যায়!
যে ভাষায় যুদ্ধের কথা শোনে
আগবাড়িয়ে বুঝে নেয় "আগলে রাখা"
বোকা মেয়ে মানুষ
দুঃখ সুখের কথা বলে,
ভাব অভাবের কথা বলে কাঁদে
শুদ্ধ স্নিগ্ধ কবিতার মতন হয়ে যায়!
