বোকা হ্যামিলন
বোকা হ্যামিলন
যদি বুকের ভেতর জাগাতে পারি আগুন....
তবে তুমিও কি মেনে নেবে আমার মন্দ মন্দির...?
ঘাত যখন প্রতিঘাত হয়ে শ্লেষ শব্দ বুনছে,
তখন তুমি গভীর নিদ্রাচ্ছন্ন এক সুখী প্রজাপতি.…!
অর্থলিপ্সু চরিত্রগুলো চারপাশ থেকে রক্তাক্ত করে আমার নীরব জীবন..
অভিশাপ নয়, বরং আনন্দে পূর্ণ হোক তোমাদের অধরা অমরত্ব....!
জানোতো, আমি জন্মগত এক ত্রিনয়ন মানুষ.....
তোমাদের জন্য রেখে গেলাম ফর্মালিন কাঁচ বোতল...!