বন্ধুত্বের স্মৃতি
বন্ধুত্বের স্মৃতি
রাতের বেলায় ঘুম যদি না আসে চোখে,
আমার কথা করবে মনে,
দেখবে হাসি আসবে ঠোঁটে।
চোখের মাঝে স্বপ্ন হয়ে ভাসবে সেই পুরনো দিনগুলো,
মনের খাতায় সোনার অক্ষরে লেখা আছে যেগুলো।
কিছু ভেবো আমার কথা আর কিছু তোমার,
সব মিলিয়ে তৈরি হবে স্বপ্নের পাহাড়।
যদি তুমি ভুলে যাও আমি করাবো মনে,
যখন যেতাম আমরা অজানা পথে চলে।
সন্ধ্যা নামলে শুরু হতো ঘরে ফেরার পালা,
পাখিদের মতো নীড়ে ফিরে যাওয়া।
আমাদের সেই বন্ধুত্বের নানা রংগুলো,
আজও পড়ে মনে আমার পুরনো দিনগুলো।
দেখবে তখন ভারী হবে চোখের পলক গুলো,
আসতে আসতে নেমে আসবে রাত্রি বেজায় কালো।
ঘুমপাড়ানো পাখি গল্প বলতে আসবে,
রাত ফুরোবে নিমেষেই সকাল হয়ে যাবে।
