বন্ধু তোমার জন্য
বন্ধু তোমার জন্য
আজ থেকে থেকে চলছে রোদ বৃষ্টির খেলা,
আকাশের ঘন মেঘের পর্দা সরিয়ে
হঠাৎ করে রোদের রূপালী ঝলক।
ধান ক্ষেতের বুক চিরে চলে যাওয়া আলপথ ধরে
কিষানী বধুর নিত্য যাওয়া আসা,
বর্ষার সজল বাতাসে দোল খায়
তার ধান রঙের আঁচল।
এই আলপথ ধরে আমিও হেঁটেছি অনেকটা পথ
তোমার সাথে, তোমার হাতটি ধরে ।
মনে আছে শরতের সেই শিউলি ফোটা ভোর!
চাঁদের আলোয় উদ্ভাসিত চন্ডীতলার মাঠ!
আর দুপুর বেলার রোদে পোড়া আকাশ পরিক্রমায়
একলা সে এক ভুবনডাঙার চিল!
হয়তো ভুলেছো সেসব দিনের কথা।
আমার কিন্তু আজও আছে মনে।
বন্ধু তোমায় আজও ভুলিনি আমি,
বন্ধু তোমায় আজও বাসি ভালো
তোমার আশায় আজও আছি পথের পানে চেয়ে।

