বন্ধন
বন্ধন
থাকে যখন নানা ধরনের সম্পর্কের বাঁধন,
বন্ধন ছিঁড়তে ব্যস্ত হয়ে ওঠে মানুষের মন।
শুধু সেই কারণেই মন কষাকষি, আত্মীয় বিরোধ,
গড়ে ওঠে মনের মাঝে দেয়াল আর প্রতিরোধ।
প্রেম ভালোবাসার ক্ষেত্রেও একই ব্যাপার,
মন দেওয়া নেওয়া হবার পরে পরেই শুরু হয়,
আশা, আকাঙ্ক্ষা, ইগোর লড়াই জোরদার!
মন হয়তো সত্যিই ভালোবাসে, কষে বাঁধতে চায়,
মনে থাকে ভয়, পাছে ভালোবাসাটা না হারায়!
কিন্তু ভালোবাসার তো চাই একটু তাজা বাতাস,
সহ্য হয়না বাঁধন, প্রাণটা যে তার করে হাঁসফাঁস!
তখনই অশান্তির শুরু, ঝগড়া-মান-অভিমান নিরন্তর,
গাল ফুলিয়ে কথা বন্ধ অথবা বন্যা দেখা দেয় অশ্রুর।
কোনো গেঁড়ো থাক বা না থাক, টানাটানির জেরে,
মোটা দড়ি অথবা সরু সূতো যাই হোক সবই ছেঁড়ে।
মোটা দড়ি ছিঁড়ে গেলে নাম দেওয়া হয় বিচ্ছেদ,
আর সরু সূতোর বেলায় ব্রেক-আপ, নেইতো ভেদ !
কিন্তু এর ফলে কেউই কি আর সুখ পায়?
শুধু শুধুই রক্তাক্ত হয় দুটি হৃদয়।
সারা জীবন ধরে কষ্ট ভোলার চেষ্টা করে যায়।
জীবনের বন্ধুর পথ পেরোতে সহজেই হাঁপিয়ে যায়,
সুখ, হাসি, আনন্দ, শান্তি সবাই চলে যেতে চায়।
রঙীন সূতো বা দড়ির মতোই কামনার সাপ,
নির্মল হৃদয়কেও মোহের ফাঁস পরাতে চায়।
তাই বন্ধনের জটিল ফাঁদে না জড়ানোই ভালো,
বজ্রআঁটুনি হোক বা ঢিলে অন্ধকার না হলেই আলো।
বিনি সূতোর মালার মতো গাঁথা যদি থাকে হৃদয়,
কোনো বাঁধন না থাকলেও সেখানে ভালোবাসা রয়।
