STORYMIRROR

Manjula Acharya

Abstract Tragedy Others

3  

Manjula Acharya

Abstract Tragedy Others

বিষাক্ত শহর

বিষাক্ত শহর

1 min
234

ধর্মরূপী যক্ষ জিজ্ঞেস করেন যুধিষ্ঠির কে

   এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য জিনিস কি ?

উত্তরে যুধিষ্ঠির বলেন 

     মৃত্যু সে যে এক চিরন্তন সত্য 

তবুও এই মানুষ কখনোই       

        যে মরতে চায় না !

মানুষ দেখছে আজ তার শহর 

       চারিদিক থেকে বিষাক্ত হচ্ছে 

তবুও তার থেকে তার মোহভঙ্গ হচ্ছে না যে !

শৈশব শহরের আশা আর স্বপ্ন

       ধীরে ধীরে জটিল যে হচ্ছে 

চাঁদ এখানে লুকিয়ে পড়ে 

       বহুতলে প্রাসাদের পিছনে 

স্বপ্নের চিকমিক তারারা সব কোথায় যেন হারিয়ে যায়!

    চোখ ঝলসানো যত নিয়ন আলোর মাঝে 

এখানে সবই যে বিষাক্ত মন থেকে শরীর 

   সম্পর্কের সংজ্ঞা এখানে বদলে গেছে 

সবখানে টাকা আর টাকা আর জাদুকরী মায়া 

   সত্য ধর্ম মানবিকতা কে পিছনে ফেলে

উপভোগের বিষয় সে যে নিজেকে পশু বানিয়ে ফেলেছে

বেগ আর বেগ শুধুই যে বেগই দরকার 

        সবার চেয়ে সেজে এগিয়ে চলবে 

ঘর থেকে অফিস আর অফিস থেকে ঘর

       বাচ্চারা যে শুয়ে পড়বে 

কর্তা আর কর্ত্রী ফেরার পথের দিকে

       তাকিয়ে বসে থাকবে বেচারা চাকরটি

এই বিষাক্ত শহরের মানুষের শেষ মনে হয়

       আই সি ইউ কেবিন এর মধ্যে 

পাশে কেউই যে নেই 

        গঙ্গাজল দেবে শেষ মুহূর্তে ।।

        



Rate this content
Log in

Similar bengali poem from Abstract