STORYMIRROR

Manik Goswami

Abstract Classics Others

3  

Manik Goswami

Abstract Classics Others

বিষাক্ত পৃথিবী

বিষাক্ত পৃথিবী

1 min
16

Week-19

বিষাক্ত পৃথিবী  

মানিক চন্দ্র গোস্বামী 


কি তুলে দেবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে,

বিষাক্ত পৃথিবীর ছন্নছাড়া ছবি,

ঘোলাটে আকাশের নিলীয়মান রবি,

নিস্কর্মা, অসার জীবনে জোৎস্নাবিহীন রাতে।


পারবে না দিতে বাসযোগ্য একখণ্ড ভূমি,

ধুলোবালি, জঞ্জালে ভরা ইঁটের শহরে,

আকাশচুম্বী অট্টালিকার শ্বাসরোধকারী ভিড়ে,

মুক্তপ্রাণে বেঁচে থাকার আশ্বাস দেবে কি তুমি।


রেখে যাবে পাঁকে ভরা খাল, বিল, ডোবা, নালা,

ডেঙ্গু রোগবাহী মশার আঁতুড় ঘর,

স্বচ্ছতার তামাশা ভরা সান্ত্বনার ওজর,

অসুস্থ মানসিকতায় মিথ্যে প্রতিশ্রুতির ডালা।


যান্ত্রিক যুগে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস কষ্টের দেন,

নিপীড়িত খোঁজে বেঁচে থাকার অর্থে,

চিকিৎসা যেথা নির্ভরশীল মুদ্রা সামর্থে,

শুষে নিয়েছে বাতাস থেকে বাঁচার অক্সিজেন।


জবরদখলে রাস্তার ফুটপাথ, জীবিকার সন্ধানে,

ঘুচে গেছে বিদ্যা শিক্ষার পাঠ,

লুপ্ত হয়েছে সাবেকি খেলার মাঠ,

গাছের হরিৎ বিবর্ণ হয়েছে ধূলার আস্তরণে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract