বিসর্জন
বিসর্জন

1 min

378
কি নিয়ে যাব?
অবশেষে বুঝেছি, মিথ্যা এই হিসেবের ঘর,
কানাকড়ি ভাসাই স্রোতে,
আপাতত মেঘেরাও শান্ত ধুলোপথ পেরিয়ে...
তোমাকেও দিতে রাজি, আজ
শিশিরের পতনে আলো হয়ে ওঠে রাত
ঘরের আগলে বাঁধা আছে প্রেম।
আমার সে ঘর ভেসে গেছে কতদূর
তোমার উপেক্ষা জানে সে ঠিকানা
আরও কিছু বাকি আছে?
সে তবে ঈশ্বর।
আমি ঘোর অবিশ্বাসী, পাপী।
আমার পথ ফুরোলে আবার ভোর হবে ফুলে ফুলে।