বিরহ যতনে রেখেছে ধরে
বিরহ যতনে রেখেছে ধরে


বিরহ যতনে রেখেছে ধরে
তোমার অরূপ ছবি
সে যে তুলি দিয়ে হয়নি আঁকা
মনমন্দিরে রাখা
তারে জাগরণে যায় না দেখা
স্বপনে জাগায় ব্যাথা
সেই ব্যাথাকেই বেসেছি ভালো
জগৎজোড়া তার আলো
আমায় নিয়ে যায় সে দূরে
গহন গগনে, অহন ছেড়ে
তার গানের শুরে ভুবন মাতে
সূর্য্য-চন্দ্র-তারা ঘোরে
আমার হিয়ায় প্লাবন বহে
প্রেমের ধারা ছড়িয়ে পড়ে
সে যে সবার রতন, সবার পরম
দেয় না ধরা করোও কাছে
ধরা পড়ে প্রেমের জালে ।