STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

2  

Debashis Bhattacharya

Fantasy

বিরহ যতনে রেখেছে ধরে

বিরহ যতনে রেখেছে ধরে

1 min
492

বিরহ যতনে রেখেছে ধরে

তোমার অরূপ ছবি

সে যে তুলি দিয়ে হয়নি আঁকা

মনমন্দিরে রাখা

তারে জাগরণে যায় না দেখা

স্বপনে জাগায় ব্যাথা

সেই ব্যাথাকেই বেসেছি ভালো

জগৎজোড়া তার আলো

আমায় নিয়ে যায় সে দূরে

গহন গগনে, অহন ছেড়ে

তার গানের শুরে ভুবন মাতে

সূর্য্য-চন্দ্র-তারা ঘোরে

আমার হিয়ায় প্লাবন বহে

প্রেমের ধারা ছড়িয়ে পড়ে

সে যে সবার রতন, সবার পরম

দেয় না ধরা করোও কাছে

ধরা পড়ে প্রেমের জালে ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy