বিপ্লব আসবেই
বিপ্লব আসবেই
নগ্ন আকাশের নিচে শুয়ে আছে চাষি।
পিঠ ভর্তি ঘাম, শুষে নেয় চাতকের জিভ।
মুষ্টিবদ্ধ ফসলের শাখা, হার মানেনা
পালাবদলের হাওয়ার কাছে।
ধাতব কড়কানি, চোখ ঝলসানো চমক,
কেড়ে নেয় বাইরের সবুজ অলঙ্কার।
কালো শীষের ভিতরে লুকানো প্রাণভোমরা,
দিন গোনে যুগবদলের।
