বইমেলা
বইমেলা
জ্ঞানের আলোয় আলোকিত কাগজের নৌকা,
জীবনের বাঁচার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে একা,
আন্তরিকতা আর ভালোবাসায় বইই প্রিয়,
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাড়ছে বইয়ের আগ্রহ,
বহু প্রতীক্ষিত বইয়ের উৎসব বছরে একটিবার,
দেদার শব্দের কথামালায় বর্ণনাতীত আনন্দ সবার,
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনমেলা,
নিমগ্ন মন, ডুবে থাকি উষ্ণতার ছোঁয়ায় বেলা - অবেলা।