বিলীন কুয়াশা
বিলীন কুয়াশা
একটা শিশিরভেজা ভোরে,
নিশ্চুপ চারিপাশ, তুমি আর আমি কোন এক পদ্মা বিলে,
সাদা শাড়ি জড়িয়ে কিহ এক মায়াবী তুমি
যেন কুয়াশা,
একটা ডিঙি নাও এ দুজন
তোমার হিমশীতল হাত দুটি আষ্টেপৃষ্টে আমাকে জড়িয়ে,
আমার সাদা চাদরে একটু জাইয়া পাওয়ার আকুতি,
নাহ করা সাধ্য কিহ আর আছে,
উত্তরেরে মৃদু হাওয়াই
তোমার খোলা চুল বাতাসে এলোমেলো, মায়া মুখে লুটোপুটি, কিহ ভীষণ চমৎকার কেশবতী আমায় জড়িয়ে, কোন এক অজানা মৃদুস্পর্শ ছুঁয়ে গেল আমায়
তোমার অবাধ্য চুল গুলো গুঁজে দেওয়ার তাড়নায় ব্যাকুল আমি,
অবাধ্য চুল গুলো কানে গুজে দিলাম
তুবুও কানে গুজা চুল টালমাটাল হয়ে বারংবার আছড়ে পড়ছে তোমার মায়া মুখে ,
কিহ এক মায়াবী তুমি
তখনো, চারিদিক ঢাকা ঘন কুয়াশায়
তোমার নিশ্বাস এর শব্দ শুনা যাচ্ছে
তুমি মুখ তুলে তাকাতেই, আমার দুচোখ বেয়ে
আনন্দাশ্রু!
তোমাকে কাছে পাওয়ার জন্যেই হয়তো!!
তোমার হিমশীতল হাত দিয়ে মুছে দিলে,
আদুরে ভঙ্গিতে তাকালে আমার দিকে,
এ সময় টা যদি অনন্তকাল রয়ে যেত
তোমার মায়া মুখ চেয়ে চেয়ে কাটিয়ে দিতাম
সারাটা জিবীন
কুয়াশা বিলীন হচ্ছে সাথে সাথে তুমিও
আমার তুমিটা ঠিক যেন কুয়াশা
দূরে ঘন সাদা,মনে হয় ছুঁতে পারবো
কিন্তু ছুঁতে গেলেই মিলিয়ে যায়
আলো ফোঁটার সাথে সাথে
তুমি বিলীন হয়ে যাচ্ছ,
তোমাকে ছোঁয়ার সাধ্য আর নেই
এ কুয়াশা আমার শুধুই কল্পনা
আমার লুকনো কান্না
তবুও বলে রাখি তোমায়
আমার ভালোবাসার সাতরঙায়
স্নিগ্ধ শীতল কুয়াশার হাওয়ায়
বারংবার তোমাকে ছোঁতে চাই
কেন তুমি কুয়াশার আড়ালে,
আসবে কিহ!
আমি দুহাত বাড়ালে
আমি কন্না হয়ে জড়তে চাই
তোমার দু গালে
আমায় বেঁধো খুপায়।
শিশির করে
আমায় মেখো দুপায়
তোমার যত হাসি, যত সুখ
কুয়াশা ছুঁতে না পাওয়া
আমার বিষাদ, নিভৃতে পুড়ুক
তুমি কুয়াশা হয়েই থেকো
শিশির হয়ো জড়ো
আমি সে শিশির গুলোকে যত্নে রাখবো
আমার মুখে মাখবো
তুবুও তুমি থেকো
না হয় কুয়াশা হয়েই
