বিকেলের ভালোবাসা
বিকেলের ভালোবাসা
বিকেলের চায়ের কাপে উঠবে ঝড়, তর্ক হবে খুব-
দিনের শেষে শান্তি পেতে তোমার মাঝেই ডুব
রাজনীতির আলাপ অথবা খেলার মাঠের লড়াই
মনের মানুষ তোমায় পেয়ে করতে পারি বড়াই।
সত্যজিৎ আর হুমায়ুনে যদিও বাঁধে গন্ডগোল
সাহিত্যের প্রতি চালের সাথে পাল্টে প্রেমের ভোল।
ভিঞ্চি থেকে জয়নুল পর্যন্ত বাদ যাবে না কেউ
সব হৃদয়েতে চ্যাপলিন বসে- প্রনয়ে শিল্পের ঢেউ।
রুদ্র আর রবি ঠাকুরের চিন্তায় বেজায় সদ্ভাব
প্রেমের রাজ্যে আমাদের জুটি যেন তাদেরই প্রভাব;
মনে পড়ে বাচ্চুর “সেই তুমি”, জেমসের “কবিতা”
মনে হয় আমাদের প্রেম ঠিক শরৎ এর পরিনীতা।
রাধাকৃষ্ণর প্রেম আমি তোমার চোখে দেখি, স্বপ্নসুরায় হাতে হাত ছুয়েছে, যেন গানের তান;
স্বপ্নে দেখি কুঞ্জবনের রাসলীলাতে যেন কৃষ্ণ-রাধা
প্রেমের জোরে যমুনাতে ভেসে যাবে যতো বাধা।

