বই
বই
আমাকে একটি সুন্দর বই দিও
যেখানে তারাদের দেশের কথা
অথবা সেই ম্যাজিক দেখানাে গল্প আছে।
অরণ্যের হাতি বাঘ দেখিনি
চিড়িয়াখানায় যাইনি কোনওদিন।
আমাকে একটি সুন্দর বই দিও।
আমি তােমাকে একটি গােলাপ দেব।
যদি আমাদের গাঁয়ে আসাে
তােমাকে নিয়ে যাব বিলের কাছে
যেখানে শাপলা ফোটে, মাছরাঙা ওড়ে,
অথবা যেতে পারাে ধানগাছের কাছে।
আমি তােমাকে ফড়িংদের খেলা দেখাব।
আমাদের এই দূরের গাঁয়ে বই নেই
যদি আসাে, সুন্দর বই নিয়ে এসাে,
আমি তােমাকে সরষে বনে নিয়ে যাবাে,
যেখানে মৌমাছি আপন মনে গান গায়।
