STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

বই : প্রিয় বই

বই : প্রিয় বই

1 min
400

#ডায়েরির খোলা পাতা

#অণু কবিতা 


শুভ ইংরেজী নববর্ষ।

দিনটা বই পড়েই কাটে পয়লা বৈশাখে আর ইংরাজী নববর্ষে ।

ভাবি নতুন কিছু করবো। নতুন ভাবনা, নতুন চিন্তা ,

নতুন নতুন ধারণায় ভরে দেব মনকে।

আসলে একটা সময় পয়লা বৈশাখে বিখ্যাত সব লেখকদের বই পেত প্রকাশ ৷

উপন্যাস ,গল্প আর প্রবন্ধের বই ৷ সময় কাটত বেশ। নতুন বইয়ের মোড়ক,

বইয়ের গন্ধ, একটা প্রবল উত্তেজনা।

লিখতে বলা হয়েছে প্রিয় বই - কিভাবে খুঁজে বের করবো ! সবই তো লাগে ভালো।

শুধু জানি বেশ কিছু বই জড়ো করলে হয়তো খুঁজে পাবো প্রিয় বই ,

বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ যদিওবা নাই বলি,

বিভূতিভূষণ থেকে মাণিক, সুবোধ থেকে বনফুল, আধুনিক-পুরাতন সকল কালের,

সকল সময়ের লেখকের লেখাই অনন্য। আমার প্রিয় বই সকল।

প্রিয় লেখকদের করি কুর্নিশ। মনে হয় কেবলই

বই পড়া একটা নেশা, যে নেশা নিজে পড়ে, অন্যকেও

উৎসাহিত করে। সে উৎসাহের নেই কোনো শেষ ।

নানা রকমের বই চারিদিকে রয়েছে ছড়িয়ে,

তার মধ্যে নাও বেছে তোমার-আমার প্রিয় বই। শুধু

মন দিয়ে বুঝতে হবে সারমর্ম, আর বইকে ভালোবাসতে

হবে।

আসলে বই পড়ার নেই কোনো শেষ।

বই পড়া শেষ হয় কেবল বোধহয় জীবনের শেষ দিনে।।


(কলমে-পিয়ালী)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract