STORYMIRROR

Manik Goswami

Abstract

3  

Manik Goswami

Abstract

ভয়াল গ্রীষ্ম

ভয়াল গ্রীষ্ম

1 min
184


কাল বোশেখীর ঝোড়ো হওয়ার দাপট গরমকালে,

তারই মাঝে মহামারীর প্রকোপ বেড়েছে তালে।

এবার গরমে কষ্টের চেয়ে ভয়ের ভাবনা মনে,

বাঁচার তাগিদে চিন্তায় থাকি, মরবো কি ধনে প্রাণে।

প্রকৃতি তাহার রুদ্র মূর্তি ধরেছে আগুন তাপে, 

অলক্ষ্যে আবার শক্তি বাড়ায় 'করোনা' দ্বিগুন মাপে। 

বদ্ধ ঘরেই বন্ধ রয়েছি, ভয়ে কাঁপি সারাক্ষন; 

ভিড়েতে যাবোনা, থাকবো দূরেই, নিয়েছি কঠোর পণ।

আমি তো ভীরু, ঘরের কোনেই শীতল ছায়াতে থাকি;

মুখ বেঁধেছি, হাত ধুয়েছি, অসুস্থ হবো নাকি ?

তবুও দেখি চড়া রোদ্দুরে ফেরি করছে জনে;

আমার ঘরে সবজি জোগায় নিঃস্বার্থ টানে।

তাদের ঘরে সংসার আছে, তাদের ঘরেও ভয়;

তাদের মুখেও খাবার তোলার প্রয়োজনটুকু রয়।

দাপট দেখায় তপের তাপে, দাপট দেখি রোগের;

সকাল বেলার কাগজে ছবি শুধুই মৃতের স্তূপের।

বাইরে বেরোনো কমিয়ে শুধু জীবনের প্রয়োজনে,

বেরোতে হবে ঘরের বাহিরে বাঁচার নিয়ম মেনে।

লকডাউনে কষ্ট সবার তবু শিকল ভাঙার লাগি;

বদ্ধ থাকি ঘরের ভিতর, উৎশৃঙ্খলা ত্যাগী।

মানুষ আমরা একে অন্যের সহযোগিতার তরে,

সাবধানে থেকে এগিয়ে আসি মানবিকতার জোরে |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract