STORYMIRROR

Abhijit Halder

Fantasy Others

3  

Abhijit Halder

Fantasy Others

ভোরের সকাল

ভোরের সকাল

1 min
1.0K

রাতের শেষে ভোরের সকাল

পথের ধারে ফুলের বাগান

শিশির ভেজা সবুজ ঘাসে

পড়েছে সূর্য রঙিন হয়ে।

বনের গাছের শান্তির বাতাস

বয়ছে সবে ফুরফুরিয়ে

ফুটছে ফুল রঙিন হয়ে

ভরছে সকাল সুরোভিতে।

যাচ্ছে চাষি গরু নিয়ে

চষছে জমি ঢিলা ভেঙে

ফলছে ফসল ধীরে ধীরে

ভরছে মন আনন্দেতে।

মাঠের ওই সবুজ ধানে

ভরছে শিষ গোছ হয়ে

ভোরের সকাল পাখির ডাকে

উঠছে সবাই ঘুম থেকে।

ভোরের আকাশ সকালে তে

চলছে মেঘ নীল হয়ে,

উড়ছে পাখি ডানা মেলে

যাচ্ছে এপার ওপার দুই হয়ে।।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy