STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

ভক্তের ভগবান

ভক্তের ভগবান

1 min
213

আমি হতে চেয়ে ছিলাম

তোমার একনিষ্ঠ ভক্ত,

কিন্তু হতে পারিনি!.

এই ত‍্যাগের পথ যে ভীষণ শক্ত।

মোহ, মায়া চারিদিক থেকে যেন

আষ্টেপৃষ্ঠে রয়েছে আমার সাথে বেঁধে,

যত উপরে ওঠার চেষ্টা করছি কোনো

এক অদৃশ‍্য টানে নেমে যাচ্ছি তত নীচে।


অন্ধকারের অতল গভীরে তলিয়ে

যাচ্ছি একটু একটু করে,

শূন‍্যতা ছড়িয়ে পড়ছে!


আমার মন মন্দির জুড়ে।

মন মন্দিরে আর শোনা যায়না

তোমার পদ ধ্বনি,

চোখ বন্ধ করলে আর ভেসে ওঠেনা,

তোমার উজ্জ্বল দীপ্তময় মুখ খানি।

তোমার দেখানো পথ থেকে আজ

আমি অনেক অনেক দূরে,

তাই সকল পথ হারিয়ে হয়েছি ভবঘুরে।

আমার ভব তরীর হাল ধরে

করে দাও পার,

ভক্তের প্রতি ভগবানের যে

করুনা অপার।

যা আছে ভুল ক্ষমা করে!!!

দেখাও সঠিক পথের সন্ধান!!

দিশাহীন হয়ে চলতে চলতে আজ

হয়েছি যে ভীষণ রকম ক্লান্ত,

তোমার পথের পথিক করে,

উদ্ধার কর এই প্রান।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract