ভীষণ ভালোবেসো...
ভীষণ ভালোবেসো...


তোমার অল্প দেখা পেলেই
দুই চোখের হয় আরাম,
ঠিক যেমন ভীষণ শীতের
দুপুরবেলা হয় অল্প রোদ মেখে,
তোমায় বলতে পারবো
না হয়তো কোনোদিন
সব কবিতাই লিখেছি
দেখে তোমায় আড়চোখে ।
ব্যঙ্গ করে সবাই বলে
তুমি আমার নয়,
তবু জানো ভীষণ পাই
তোমায় হারিয়ে ফেলার ভয়।
আগের মতো কিছুই নেই,
বলো না তো কথা,
ভালো থাকার অভিনয় করে
তাই যত্নে লুকাই ব্যথা।
ছেলে আবার কাঁদে না কি!!
জমিয়ে রাখি সকল অভিযোগ,
হাজার চেষ্টাতেও পাইনা আমি
তোমায় ভোলার সুযোগ।
হঠাৎ দেখার মাঝখানেতে
পারলে তুমি হেসো,
অন্য জন্মে আমার হয়ে
ভীষণ ভালোবেসো..