পরজন্মে...
পরজন্মে...


পরজন্মে ভালোবাসব তোমায়,
ওই মায়াভরা চোখ দুটো যেন থাকে কাজল-কালো
এইটুকু শুধু জেনে রাখো তুমি,
চেষ্টার ত্রুটি থাকবে না আমার,
হয়ে উঠব তোমার গল্পে ভালো।
পরজন্মে তোমার ঠোঁটে ঠোঁট রাখার
সাহস ঠিকই হবে,
তোমার বুকে রাখব আমার মাথা,
তুমিও কিন্তু কাছে টেনে নিয়ো আমায়,
মুছিও দিও মনের সব ব্যথা।
এই জন্মে অন্যকারো তুমি,
পারিনি হতে তোমার মন জাহাজের নাবিক,
পরজন্মে ভালো রাখব তোমায়
হয়ে উঠব তোমার সফল প্রেমিক।
ব্যথার কিংবা খুশির দিনে তুমি
শুধু রেখে যেও আমার প্রতি বিশ্বাস,
পরজন্মে 'তোমার' হয়েই যেন
ত্যাগ করি আমার শেষ নিশ্বাস।