STORYMIRROR

Suprotim Datta

Classics

2  

Suprotim Datta

Classics

হঠাৎই

হঠাৎই

1 min
401


ধরো হঠাৎ করেই বন্ধ হল

আমাদের এই দেখা, 

তবু মন কি তোমায় ভেবেই লিখবে

আজেবাজে সব লেখা। 

থাকবি কি তুই আমার পাশে 

এই দশকের শেষে? 

মন খারাপের একলা রাতে 

প্রিয় বন্ধুর বেশে। 

তখন ও কি গান শোনাবি?

বাড়িয়ে দিয়ে দেনা,

নাকি তুইও যাবি চলে

হয়ে ভীষণ অচেনা ।

এই যে আমি কাব্য করি, 

আজ ও দেখে আড়চোখে, 

বন্ধুত্বই সবচেয়ে দামী 

যতই বলুক লোকে। 

উত্তর ঠিক দেবে সময়, 

আজ ও ভালো লাগা আছে

বন্ধুত্বের ও কি বিচ্ছেদ হয়? 

নাকি থেকে যায় সে কাছে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics